Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আগামী ২২ তারিখে সাগান্না ইউনিয়ন পরিষদে কোম্বল বিতরণ করা হবে
বিস্তারিত

বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর-

সেনাবাগ : সেনবাগের ৯টি ইউনিয়ন ও পৌর এলাকায় মুক্তিযোদ্ধাসহ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বীর বিক্রম শহীদ তরিক উল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে সায়েস্তা নগরস্হ লায়ন জাহাঙ্গীর আলম মানিকের বাসভবন চত্বরে কম্বলগুলো বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন জাহাঙ্গীর আলম মানিক এ সময় উপস্থিত ছিলেন।

হালুয়াঘাট (ময়মনসিংহ) : জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে হালুয়াঘাটে বিএনপি দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। শুক্রবার হালুয়াঘাট সাধারণ পাঠাগারে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক একেএম এনায়েত উল্লাহ, হানিফ মো. শাকের উল্লাহ, আসলাম মিয়া বাবুল, যুবদল নেতা আবদুল আজিজ প্রমুখ।

গৌরীপুর (ময়মনসিংহ) : গৌরীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি বৃহস্পতিবার রাতে খোদাবক্স নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্রের মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় গৌরীপুর পৌরসভার কাউন্সিলর দিলুয়ারা আক্তার, মাদ্রাসার সম্পাদক মো. ফেরদৌস আলম, যুগ্ম সম্পাদক এসএম মাসুদ, মজিবুর রহমান, অধ্যক্ষ সাইদুর রহমান, স্বজন সমাবেশের যুগ্মসম্পাদক খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল : টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের সাড়ে তিন হাজার দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে চিলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যান পীরজাদা শফিউল্লাহ আল মুনিরের ব্যক্তিগত উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে দাইন্যা ইউপি চেয়ারম্যান লাভলু মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

বড়লেখা : এনসিসি ব্যাংক লিমিটেড বড়লেখা শাখার উদ্যোগে শুক্রবার বিকালে ১৫০ জন দরিদ্র নারী-পুরুষকে কম্বল প্রদান করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপক অজয় কুমার দত্তের সভাপতিত্বে ও সিনিয়র অফিসার ইশতিয়াক ওয়াহিদের পরিচালনায় ব্যাংক চত্বরে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ। বক্তব্য দেন ব্যবসায়ী রুনু মিয়া, প্রথম শ্রেণীর ঠিকাদার শামীম আহমদ, মহিউদ্দিন আহমদ গোলজার, লিটন শরীফ, আমিনুল ইসলাম প্রমুখ।

প্রকাশের তারিখ
20/01/2018
আর্কাইভ তারিখ
25/01/2018