প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা ভূমি অফিসরয়েছে। এই অফিস ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি সংস্কার বোর্ড,বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনারএবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক এরঅধীন পরিচালিত। এছাড়া সিটি কর্পোরেশন এলাকায় একাধিক ভূমি অফিসরয়েছে, যা “সার্কেল ভূমিঅফিস” নামে পরিচিত।
দপ্তরপ্রধানের পদবী: সহকারী কমিশনার (ভূমি)
কার্যক্রম:
উপজেলা ভূমি অফিসের উল্লেখযোগ্য কাজ হলো ভূমি ব্যবস্থাপনা ও রেকর্ড সংরক্ষণের দায়িত্ব পালন। এছাড়া অন্যান্য দায়িত্ব হলোঃ
নামজারী ও জমাভাগ মোকদ্দমার মাধ্যমে রেকর্ড হালকরণ।
রেকর্ড সংশোধন।
খাস জমি ব্যবস্থাপনা।
খাস জমি ব্যবস্থাপনা।
অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা।
সায়রাত মহালের তথ্যাদি সংরক্ষণও ব্যবস্থাপনা।
দেওয়ানী মোকদ্দামা তথ্য বিবরণী প্রস্তুত ও প্রেরণ।
ভূমি উন্নয়ন কর আদায়।
রেন্ট সাটিফিকেট মোকদ্দমা পরিচালনা করা।
গুচ্ছগ্রাম ও আদর্শ গ্রাম প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম।
আবাসন ও আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন।
মিস মোকদ্দমা পরিচালনা করা।
ভূমিহীনদের মাঝে কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান।
অকৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান।
vজরিপ কাজের তদারকি ও পরিচালনা করা।
দাবিদারহীন (লা-ওয়ারীশ) সম্পত্তির ব্যবস্থাপনা
সিকস্তি-পয়স্তি জমি ব্যবস্থাপনা
এল এ কেস নিস্পত্তি করণে সহায়তা করা।
জমির শ্রেণী পরীবর্তন করা।
হাট-বাজার ব্যবস্থাপনা।
আদালতের আদেশ মোতাবেক রেকর্ড সংশোধন।
PO-96, 98,95
পরিত্যক্ত ভূ-সম্পত্তি জবর দখল/ উচ্ছেদ
সরকারি গাছ-গাছালি সংরক্ষণ / পুরাতন মালামাল সংরক্ষণ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস