অত্র ইউনিয়নের মধ্যে ০২ টি মাত্র এতিখানা আছে। অত্র এতিমখানায় এমিত শিশুদের লালল পালন করে তাদেরকে শিক্ষত করে গড়ে তোলার লক্ষে এলাকার সর্বস্থরের জনগনের প্রচেষ্ঠায় এতিমখানা নির্মান সম্ভব হয়। নিম্নে অত্র ইউনিয়নের এতিখানার তালিকা দেওয়া হলো।
১। ডহরপুকুরিয়া এতিমখানা ও লিল্লাহ বডিং, ডহরপুকুরিয়া, সাগান্না ইউ,পি, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ।
২। দারুল আবরর এতিমখানা ও লিল্লাহ বডিং, বৈডাঙ্গা, সাগান্না( ষাটতলা) , সাগান্না ইউ,পি, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস