Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জন্ম ও মৃত্যু নিবন্ধন

অত্র ইউনিয়নের জনসংখ্যার তুলনায় জন্ম নিবন্ধন শুমারী ৯৫%।

ইউনিয়নের সাধারণ জনগনের জন্য অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন চালু করা হয়েছে।

 

নিম্নে জন্ম নিবন্ধন এর আবেদন ফরম দেওয়া হলো।

 

জন্ম নিবন্ধন আবেদন করতে হলে নিচের লিংকে ক্লিক করুন।

 

 

 

http://bris.lgd.gov.bd/pub/

 

গণপ্রজাতন্ত্রী বাং­লাদেশ

জন্ম ও মৃত্যু নিবন্ধকের কার্যালয়

সনদের জন্য এই ফরমটি প্রিন্ট করে প্রয়োজনীয় প্রত্যায়নসহ ১৫ দিনের মধ্যে নিবন্ধকের কার্যালয়ে যোগাযোগ করুন

সাগান্না,ward-

নিবন্ধনাধীন ব্যক্তির বিবরণ:

পুরো নাম

 

 

জন্ম তারিখ(খ্রিঃ)

 

লিঙ্গ:

জন্মস্থান

 

 

 

পিতা ও মাতার বিবরণ:

পিতা

                                          (বাংলাদেশী)

 

মাতা

                                          (বাংলাদেশী)

 

 

স্থায়ী ঠিকানা

 

 

 

 

বর্তমান ঠিকানা

 

 

 

আবেদনকারীর প্রত্যায়ন (নিবন্ধনাধীন ব্যক্তির বয়স ১৮ বা তদূর্দ্ধ হইলে তিনি নিজে নিম্নের কলামে স্বাক্ষর/টিপসহি দিতে পারিবেন):

আমি স্বঙ্গানে ঘোষনা করিতেছি যে, উপরে বর্নিত তথ্য সঠিক, নিবন্ধনাধীন ব্যক্তির অন্য কোথাও জন্ম নিবন্ধিত হয় নাই।

নাম

 

তারিখ:

সম্পর্ক

*পিতা *মাতা *অন্যান্য (সম্পর্ক লিখুন):

 

যাচাইকারীর প্রত্যায়ন

জন্মের ৫ বছরের মধ্যে আবেদনে ক্ষেত্রে ১নং ও ৩নং কলামে প্রত্যয়ন প্রয়োজন হইবে। জন্মের ৫ বছর পরে আবেদনের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান বা প্রাক্তন ছাত্র/ছাত্রী হইলে ২নং ও ৩নং কলামে প্রত্যয়ন প্রয়োজন হইবে। ইপিআই কার্ড/এসএসসি বা সমমানের সার্টিফিকেট/পাসপোর্ট/হাসপাতালে জন্ম সংক্রন্ত ছাড়পত্র/জন্ম তারিখ এবং সম্পর্কিত নিবন্ধক যেইরুপ দলিলের অনুলিপি ( যে কোন প্রথম বা দ্বিতীয় শ্রেণীর সরকারী কর্মকর্তা বা শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ/প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়িত) সংযুক্ত থাকিলে নিম্নের কোন কলামে প্রত্যয়ন প্রয়োজন হইবে না।

ইপিআই টিকাদানকারী/স্বাস্থ্যকর্মী/পরিবার পরিকল্পনাকর্মীর স্বাক্ষর (জন্মের ৫বছরের মধ্যে)

এমবিবিএস ডাক্তার বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর (জন্মের ৫ বছর পর)

জন্মস্থান/স্থায়ী ঠিকানা প্রত্যয়নকারী ইউপি সদস্য/ওয়ার্ড কাউন্সিলর/এনজিওকর্মীর স্বাক্ষর

 

 

 

 

 

 

নিবন্ধকের কার্যালয় কর্তৃক পূরনীয়:

 

নিবন্ধকের অনুমোদন

নিবন্ধন নম্বর :

লিপিবদ্ধকারীর স্বাক্ষর

নিবন্ধনের তারিখ :

নিব্ন্ধন বহি নং:

 

-------------------------------------------------------------------------------------------------------------------------

 

 

তারিখ: